মালদ্বীপে অবৈধ ডলারসহ বাংলাদেশি আটক

| বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:৪৩ পূর্বাহ্ণ

মালদ্বীপে ‘বৈধ ঘোষণা ছাড়াই’ মার্কিন ডলার সঙ্গে নিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টাকালে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তার নাম শামীম ইসলাম সাগর। তাৎক্ষণিকভাবে তার পুরো পরিচয় জানা না গেলেও তিনি স্থানীয় একটি রেস্ট হাউজে কাজ করতেন বলে জানা গেছে। গত রোববার দেশটির রাজধানী মালের কাছে হুলহুলে দ্বীপে ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করেছে কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের।

মালদ্বীপ এভিয়েশন সিকিউরিটি কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে (সাবেক টুইটারে) জানায়, প্রবাসী শামীম পূর্ব নির্ধারিত বাংলাদেশের বেসরকারি একটি এয়ারলাইন্সে ঢাকার উদ্দেশ্যে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করছিলেন। এসময় তার আচরণবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করলে খাবারের একটি প্যাকেট থেকে ৮১ হাজার ৩০ মার্কিন ডলার উদ্ধার করে পুলিশ। প্যাকেটে অনেকগুলো মার্কিন ডলারের বান্ডিল ছিলো। একেকটি বান্ডিলের গায়ে বিভিন্ন নামের ট্যাগ লাগানো রয়েছে। গ্রেপ্তারের পর শামীমকে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এ বিষয়ে মালদ্বীপের বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ বলেন, মুষ্টিমেয় কয়েকজন প্রবাসীদের কারণে একদিকে যেমন দেশের সুনাম নষ্ট হচ্ছে, অন্যদিকে শ্রমবাজারের শীর্ষে থাকা বাংলাদেশি শ্রমিকদের প্রতি দেশটির সাধারণ মানুষের অনীহা সৃষ্টি হচ্ছে। এতে করে ভবিষ্যতে দেশটির শ্রমবাজার হুমকির মুখে পড়তে পারে।

পূর্ববর্তী নিবন্ধমেজবাহ বাদ, নতুন জনপ্রশাসন সচিব মোখলেসুর
পরবর্তী নিবন্ধপণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন