মালদ্বীপের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবে চীন : শি

| শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৪:২৭ পূর্বাহ্ণ

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং জানিয়েছেন মালদ্বীপের ‘সার্বভৌমত্ব’ রক্ষায় সহায়তা করবে তার দেশ। শি বলেন, মালদ্বীপের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা সুরক্ষায় ভূমিকা রাখবে চীন। এদিকে মালদ্বীপের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে থেকে জানা যায়, মইজ্জু চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার দেশের অর্থনৈতিক উন্নতি ও অবকাঠামো উন্নয়নে চীনের তাৎপর্যপূর্ণ অবদান রয়েছে। এর আগে চীন ও মালদ্বীপের মধ্যে অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে কয়েকটি চুক্তি সই হয়। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধপাপুয়া নিউ গিনিতে ব্যাপক দাঙ্গা, অস্থিরতায় নিহত ১৫
পরবর্তী নিবন্ধপ্রয়াত মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ বহাল