মার্চ এলে আনোয়ার রশিদ | বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ হায়েনার দল ওরা কভু নয় মিত্র, মার্চ এলে ভেসে উঠে ভয়াবহ চিত্র। নির্মম তান্ডব কাঁপেনিকো বুক, শত প্রাণ কেড়ে নেয় কেড়ে নেয় সুখ। সেই রাত সেই ক্ষণ কত হাহাকার, হিংস্রের দল ওরা করেছে কাবার।