মার্চে রেমিটেন্স ২ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে ৮.৪৯%

| সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৪:৫২ পূর্বাহ্ণ

রোজা ও ঈদকে কেন্দ্র করে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো আয় বাড়তে শুরু করেছে; এতে ছয় মাস পর সদ্য সমাপ্ত মার্চে আবার রেমিটেন্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গতকাল রোববার প্রকাশিত সবশেষ হিসাবে গত মাসে মোট রেমিটেন্স এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলারের বেশি, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৫ কোটি ৭৯ লাখ ডলার বা ৮ দশমিক ৪৯ শতাংশ বেশি। খবর বিডিনিউজের।

গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক গত মার্চে রেমিটেন্স আসার তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, প্রবাসীরা জুলাই ও অগাস্টে সবশেষ দুই বিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছিলেন। এর পরের ছয় মাস রেমিটেন্স ২০০ কোটি ডলার ছোঁয়নি। সাধারণত রোজা, ঈদ, বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসীরা অন্য সময়ের চেয়ে বেশি অর্থ দেশে পাঠিয়ে থাকেন। এবারও তেমনটিই হয়েছে বলে মনে করছেন ব্যাংকাররা। যে কারণে মাসওয়ারি হিসেবে আগের ছয় মাসের তুলনায় বেশি রেমিটেন্স এসেছে। গত মাসের তৃতীয় সপ্তহে রোজা শুরু হলেও এর প্রভাব দেখা গেছে প্রবাসী আয়ে।

পূর্ববর্তী নিবন্ধপাবলিক প্লেসে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে হাইকোর্টের রায়
পরবর্তী নিবন্ধবিয়ের ৪ দিনের মাথায় সিলিং ফ্যানে তরুণীর ঝুলন্ত মরদেহ