মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো থেকে বহু ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক

| সোমবার , ২৯ এপ্রিল, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে বহু ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী শিক্ষার্থীকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিবাদকারী শিক্ষার্থীরা গাজায় যুদ্ধবিরতি ও অন্যান্য দাবিতে ক্যাম্পাসগুলোতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছে। খবর বিডিনিউজের।

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ব্লুমিংটনের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় পুলিশ এক ইমেইল বিবৃতিতে জানিয়েছে, ক্যাম্পাস থেকে ২৩ প্রতিবাদকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পুলিশের পাশাপাশি ইন্ডিয়ানা অঙ্গরাজ্য পুলিশ বিক্ষোভকারীদের জানিয়েছে, তারা ক্যাম্পাসের মধ্যে তাঁবু খাটিয়ে শিবির গড়তে পারবে না। যখন প্রতিবাদকারীদের তাঁবুগুলো সরিয়ে নেওয়া হয়নি তখন পুলিশ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে তাদের মনরো কাউন্টি জাস্টিস সেন্টার পাঠিয়েছে। গ্রেপ্তার শিক্ষার্থীদের বিরুদ্ধে গ্রেপ্তারের বিরুদ্ধে বাধা দান ও অপরাধমূলক অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া ফিলিস্তিনপন্থি প্রতিবাদ প্রথমে শুরু হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, তা এখনো শিক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনের কেন্দ্র হয়ে আছে। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক বিক্ষোভকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এক বিবৃতিতে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে, বোস্টনের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদকারীদের স্থাপিত একটি শিবির সরিয়ে নিতে সহায়তা করেছে তারা, শিবির ত্যাগ করতে অস্বীকৃতি জানানো ১০২ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে আর তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনা হবে। নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয় সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেছে, দুই দিন আগে শিক্ষার্থীদের বিক্ষোভ হিসেবে যা শুরু হয়েছিল সেখানে নর্থইস্টান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত নয় এমন পেশাদার সংগঠকরা অনুপ্রবেশ করে।

এ কারণে তারা ক্যাম্পাসে পুলিশ ডাকার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোরে পুলিশ ক্যাম্পাস থেকে ৬৯ জন প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে চলা প্রতিবাদে অংশ নেওয়া বিক্ষোভকারীরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধফিলিপাইনে সরকারি স্কুলে সশরীরে পাঠদান স্থগিতের ঘোষণা
পরবর্তী নিবন্ধকালুরঘাটে ফেরিতে টেম্পুর ধাক্কায় ১ নারীর মৃত্যু