ফিলিপাইনে সরকারি স্কুলে সশরীরে পাঠদান স্থগিতের ঘোষণা

| সোমবার , ২৯ এপ্রিল, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

ফিলিপাইনে প্রচন্ড গরম ও দেশব্যাপী জিপনি চালকদের ধর্মঘটের কারণে সব সরকারি স্কুলে দুই দিনের জন্য সশরীরে ক্লাশ স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে। দেশটির শিক্ষা বিভাগ রোববার একথা জানিয়েছে। শিক্ষা বিভাগ ফেসবুকে বলেছে, সর্বশেষ তাপ সূচকের পূর্বাভাস ও দেশব্যাপী পরিবহন ধর্মঘটের ঘোষণার প্রেক্ষিতে, সকল সরকারি স্কুল ২৯ ও ৩০ এপ্রিল অনলাইনে পাঠদানের ব্যবস্থা নেবে। খবর বাসসের।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের পক্ষে এবার কানাডার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধমার্কিন বিশ্ববিদ্যালয়গুলো থেকে বহু ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক