রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোল ঘিরে ফেললেও শহরটির নিয়ন্ত্রণ নিতে পারেনি বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। শহরটি ইউক্রেনীয়দের হাতেই আছে বলে বৃহস্পতিবার দাবি করেছে তারা, জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিওপোলে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে টানা গোলাবর্ষণ করছে আক্রমণকারী রুশ সেনারা। এতে শহরটি ‘মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে’ পৌঁছেছে বলে জানিয়েছেন নগরীর উপ-মেয়র সের্গিয়ে ওরলোভ।
রাশিয়ার সেনাবাহিনী এই নগরীতে তাদের সব অস্ত্রই ব্যবহার করছে। কামানের গোলা, রকেট, বিমান কোনওকিছুই বাদ নেই। তারা নগরীকে ধ্বংস করে দিতে চাইছে, বলেছেন ওরলোভ।