চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ মারকাযুল আনোয়ার ইসলামিক ইনস্টিটিউটে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বার্ষিক পুরস্কার এবং কুরআন শরীফ সবকদান অনুষ্ঠান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এস.এম. আইয়ুব বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, পশ্চিম বাকলিয়াস্থ আলহাজ্ব মফজল আলী সও. জামে মসজিদের খতিব ড. আবিদুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, শাহ্ আমানত হাউজিং সোসাইটি মসজিদের পেশ ইমাম এইচ.এম আহছানুল্লাহ, আন্দরকিল্লাস্থ আফছার আর্ট প্রেসের স্বত্বাধিকারী শাহাজাহান বিন আব্দুল আলীম, উত্তর পতেঙ্গার ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডের সহকারী ম্যানেজার সাহাবুদ্দীন বিন মাস্টার, আবু ছিদ্দিক তালুকদার, এল.পি.জি জোনের ম্যানেজিং পার্টনার ইঞ্জি. মুবিনুল হক চৌধুরী। এতে প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য রক্ত দিয়েছেন একমাত্র বাঙালি জাতি। ভাষার জন্য যাঁরা রক্ত দিয়েছেন; তাঁরা সকলেই আমাদের কাছে স্মরণীয় ও বরণীয় ব্যক্তিত্ব। একটি জাতিকে সমৃদ্ধশালী করতে হলে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে এবং মহান ভাষা শহীদদের রূহের মাহফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।








