উন্নয়নের আওতায় আসবে পটিয়া পৌরসভার প্রতিটি সড়ক

সড়কের কার্পেটিং কাজ উদ্বোধনে মেয়র

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:২১ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বলেছেন, পটিয়া পৌরসভার প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে। গুরুত্ব বিবেচনায় ধারাবাহিকভাবে ৯টি ওয়ার্ডের প্রতিটি সড়ক সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে। এর সুফল পৌরবাসী সহসাই ভোগ করবে। তিনি আরো বলেন, পৌরসভায় ওয়াসার চলমান প্রকল্পের কারণে বেশ কিছু রাস্তাঘাট খোঁড়া হয়েছে। যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব রাস্তা পর্যায়ক্রমে কার্পেটিং ও আরসিসি ঢালায়ের মাধ্যমে সংস্কার করা হচ্ছে।

গতকাল শুক্রবার সকালে পটিয়া উপজেলা সম্মুখস্থ আবু মাসুদ চৌধুরী সড়কের ৪১ লাখ টাকা ব্যয়ে এস আলম গেইট থেকে বাইপাস পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের কার্পেটিং কাজের উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল, পৌরসভা আওয়ামী লীগ নেতা নোমান সরওয়ার দুলাল, মোহাম্মদ বশির, পটিয়া পৌরসভা যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল, পৌরসভা যুবলীগ নেতা সাইফুদ্দীন ভোলা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমারকাযুল আনোয়ার ইসলামিক ইনস্টিটিউটে সাংস্কৃতিক ও সবকদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধঅর্ধেক ঔষধ