মায়ের ভালোবাসা

ঐশিকা শীল (৩১,৪৩২) | বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

ইচ্ছে ঐ বহুদূরে বনে

তোমায় দেখি প্রতিটি ক্ষণে ক্ষণে,

তোমায় মাগো পেতে চাই

তোমায় হৃদয়ে দেখতে পাই।

সারাক্ষণ শুধু খুঁজে খুঁজে

মনটা তোমায় না ভোলে,

হই যে মা ধন্য আমি

মাথা রেখে তোমার কোলে।

তাইতো তুমি থাকো হৃদয়ে

সারাটা দিন, ক্ষণ,

তুমিই আমার ভালোবাসা

ভরিয়ে রাখো মন।

পূর্ববর্তী নিবন্ধআদরের “বিলু”
পরবর্তী নিবন্ধছোট ভাইটি