মামুনুলের পক্ষ নিয়ে পদ হারালেন রাঙামাটি পৌর ছাত্রলীগ নেতা

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ৯:৪৮ অপরাহ্ণ

ফেসবুকে ‘হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে প্রচারণা চালানোর’ অভিযোগে রাঙামাটি পৌর ছাত্রলীগের নেতা আবির হাসানকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রাঙামাটি পৌর ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছে সংগঠনটি।
অব্যাহতিপ্রাপ্ত আবির হাসান রাঙামাটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করার পাশাপাশি রাঙামাটি সরকারি কলেজে অধ্যায়নরত আছেন।
রাঙামাটি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপ শ্রীং লেপচা ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকার অপরাধে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবির হাসানকে সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে । একই সাথে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধছাত্রকে বলাৎকারের অভিযোগে টেকনাফে মাদ্রাসা শিক্ষক আটক
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডে স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন