মামুনুলদের মামলা প্রত্যাহার না হলে আন্দোলন

হেফাজত নেতাদের বিবৃতি

| মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১১:৩৩ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফীর মৃত্যুকে কেন্দ্র করে সংগঠনের নেতাদের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন একদল আলেম। সোমবার হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওলামা-মাশায়েখদের এই যৌথ বিবৃতির কথা জানানো হয়। এতে বলা হয়, একটি কুচক্রি মহল বিভ্রান্তি সৃষ্টি ও আলেম সমাজকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অবিলম্বে এই ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার না হলে হেফাজতে ইসলাম ও আলেম সমাজ প্রতিবাদী আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয় বিবৃতিতে। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধসামাজিক বনায়নকে সমৃদ্ধ করতে নেয়া হচ্ছে নতুন পরিকল্পনা
পরবর্তী নিবন্ধনাগরিক অংশীদারিত্ব নিশ্চিতে পৌরকর পরিশোধ করুন