মামলা প্রত্যাহারের দাবি চাকতাইয়ের ব্যবসায়ীদের

| সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৫:০৮ পূর্বাহ্ণ

পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবি তোলায় ব্যবসায়ীদের বিরুদ্ধে চিহ্নিত চাঁদাবাজরা মিথ্যা মামলা করেছে বলে দাবি জানিয়েছেন চাকতাইয়ের ব্যবসায়ীরা। গত শনিবার সন্ধ্যায় চাকতাই শিল্প ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় ব্যবসায়ীরা এমন দাবি জানান। এ সময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মামলা প্রত্যাহার করে চাঁদাবাজরা ক্ষমা না চাইলে চাকতাইয়ের ব্যবসায়ীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। চাকতাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম হারুনুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এনামুল হক, সহ-সভাপতি ওমর আজম, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মো. ফয়েজুল্লাহ চৌধুরী বাহাদুর, মহিউদ্দিন আহমদ বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত দাশগুপ্ত, অর্থ সম্পাদক মীর আহম্মদ সওদাগর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আব্বাস তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মো. আহসান খালেদ পারভেজ, চট্টগ্রাম রাইচ মিলস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিক উল্লাহ ও চাক্তাই কর্মচারী কল্যাণ সমিতির তাপস মল্লিকসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ নিয়েছি