বোয়ালখালীতে অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ নিয়েছি

জেলা পরিষদের মাসিক সভায় মোছলেম উদ্দিন এমপি

| সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৫:১১ পূর্বাহ্ণ

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণ অগ্রাধিকার প্রকল্পে রেখেছে। তিনি বলেন, বোয়ালখালীতে ওয়াসার পানি শোধনাগার হচ্ছে, এ পানি বোয়ালখালীর চাহিদা মিটিয়ে অন্য এলাকায় দিতে হবে। আমি চেষ্টা করছি, উপজেলার জ্যৈষ্ঠপুরা, আমুচিয়া, কড়লডেঙ্গার খাস অনাবাদি নয়শত একর জায়গায় অর্থনৈতিক অঞ্চল করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। তিনি গতকাল রোববার বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মিলনায়তনে উপজেলা পরিষদের মাসিক সভায় উপরোক্ত বক্তব্য রাখেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আ.লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, পৌরসভা মেয়র জহুরুল ইসলাম জহুর, থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকারম, আবদুল মান্নান মোনাফ, কাজল দে, শামসুল আলম, শফিউল আজম, হোসনে আরা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমামলা প্রত্যাহারের দাবি চাকতাইয়ের ব্যবসায়ীদের
পরবর্তী নিবন্ধ৭৮৬