মামলা নিয়ে পুলিশ দুদক টানাপড়েন

মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে ১০ বছর ধরে সার উত্তোলন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:২১ পূর্বাহ্ণ

মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে ১০ বছর ধরে সরকারি সার উত্তোলন করে পাচারের অভিযোগে ফটিকছড়ি থানায় দায়ের হওয়া জালিয়াতির মামলা নিয়ে পুলিশ-দুদক রশি টানাটানি শুরু হয়েছে। গত ২১ অক্টোবর ফটিকছড়ি থানায় উপজেলা কৃষি কর্মকর্তার দায়ের করা জালিয়াতির (দন্ডবিধির ৪৬৮, ৪৭১ ও ৪২০ ধারা) মামলা নিয়ে নতুন করে সমালোচনা তৈরি হয়েছে। এদিকে অভিযোগ উঠেছে, ঘটনায় জড়িত মূল হোতাদের রক্ষা করার জন্য যোগসাজশের মাধ্যমে কৃষি বিভাগ কৌশলে থানায় মামলা করেছে। এছাড়া ৭ বছরের অধিক সময় ধরে পদায়িত উপজেলা কৃষি কর্মকর্তা মৃত ব্যক্তির নামে বছরের পর বছর সার উত্তোলনের বিষয়টি সম্পর্কে অবগত না হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে।
চট্টগ্রাম আদালতে দুদকের আইনজীবী অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু দৈনিক আজাদীকে বলেন, ‘সরকারি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারি কর্মকর্তার দায়ের করা জালিয়াতির মামলা থানা পুলিশ নিয়ে থাকলে থানার ওসিকে আদালতে জবাবদিহি করতে হবে। একজন মৃত ব্যক্তির নামে ১০ বছর ধরে সরকারি ইউরিয়া সার উত্তোলন করা কোন ব্যক্তির একার পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত। তা না হলে এতবড় অপরাধ সংগঠিত হওয়ার কথা নয়।’
তবে ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার মঙ্গলবার রাতে দৈনিক আজাদীকে বলেন, ‘৪৬৮, ৪৭১ ও ৪২০ ধারার জাল-জালিয়াতির মামলা দুদকের সিডিউলভুক্ত হলেও এটা পুলিশী তদন্তেরও সিডিউলভুক্ত। এখানে বেসরকারি ব্যক্তি স্বাক্ষর জাল করে সার উত্তোলন করেছেন। এতে কৃষি বিভাগ থেকে যে এজাহার দেয়া হয়েছে, সেটাতে সরকারি স্বার্থ আছে এমন উল্লেখ নেই।’ তবে কৃষি কর্মকর্তাকে বাদী করার বিষয়ে তিনি বলেন, ‘থানায় মামলার বাদী মানে সংবাদদাতা হিসেবে তিনি এজাহার দিয়েছেন। মামলার কপি আদালতে পাঠানো হয়েছে, আমাদের সিনিয়র অফিসারদেরকেও পাঠিয়েছি।’ এ ঘটনায় মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে সার উত্তোলনের ঘটনায় সরকারি কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে কৃষি কর্মকর্তার দায়িত্বে গাফিলতি কিংবা ক্ষমতার অপব্যবহার রয়েছে কিনা সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দুদকে অভিযোগ করেন, তাহলে সেটা অন্য বিষয়। আবার সরকারি কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা, সে বিষয় এজাহারে নেই।’
জানা যায়, চট্টগ্রামের পটিয়ার মোহাম্মদ আবদুল ছবুর সওদাগর বিসিআইসির অনুমোদিত এম এ সবুর এন্ড ব্রাদার্স নামে একটি লাইসেন্স নেন। তার স্বাক্ষরেই এই ডিলারশিপ পরিচালিত হতো। ২০০৯ সালে লাইসেন্সটি ফটিকছড়ি উপজেলা ট্রান্সফার করে নেয়। প্রতি মাসে এই লাইসেন্সের বিপরীতে সার উত্তোলন এবং তা কৃষকদের মাঝে বিক্রি করা হত। ২০১০ সালে আবদুল ছবুর মারা যাওয়ার পরও তার প্রতিনিধিরা সার উত্তোলন করে আসছিল। ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব লিটন দেবনাথ স্বাক্ষরিত লিখিত এজাহারে উল্লেখ করা হয়। মৃত ডিলারের নামে সর্বশেষ ১০ সেপ্টেম্বর ১০ টন ও ৭ অক্টোবর ৯ মেট্রিক টন ইউরিয়া সার চট্টগ্রাম সিইউএফএল থেকে ছাড় করা হয়।
মামলায় মৃত ডিলার আবদুল ছবুরের ছেলে ইসহাক মিয়া, মেসার্স এম এ ছবুর এন্ড ব্রাদার্সের ম্যানেজার আলী আজগর ও ফটিকছড়িতে ওই ডিলারের প্রতিনিধি মো. হারুনকে আসামি করা হয়। তবে এজাহারে সার উত্তোলনের জন্য প্রতিনিধি মাঝিরঘাটের মো. শহীদ, ফটিকছড়ি কৃষি অফিসের প্লান্ট প্রটেকশন নাছির উদ্দিন, নিরাপত্তা প্রহরী বিটু বড়ুয়া, সাবেক এসএপিপিও শাহ আলম ছিদ্দিকীকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ দৈনিক আজাদীকে বলেন, ‘ওই ব্যক্তি (লাইসেন্সধারী আ. ছবুর) অনেক আগে মারা গেছেন। তখন আমি ছিলাম না। আমি এসেছি ২০১৩ সালের নভেম্বরে।’ মৃত ব্যক্তির নামে মো. শহীদ নামের সার উত্তোলনকারী এক প্রতিনিধিকে মামলায় আসামি না করে সাক্ষী কেন করা হলো জানতে চাইলে তিনি বলেন, ‘ আমি ফটিকছড়ির প্রতিনিধিকেই চিনি। আমি থানায় মামলা করেছি। এখন পুলিশ যদি মনে করে উনি (মো. শহীদ) সার উত্তোলনের সাথে জড়িত তাহলে তাকেও আসামি করতে পারে।’
১০ বছর ধরে লাইসেন্স মালিককে সনাক্ত না করে শুধু প্রতিনিধিকে সার দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরাতো সার সরবরাহের বরাদ্দকৃত তালিকা দেই। সেই অনুযায়ী সার ফ্যাক্টরি থেকে লাইসেন্সধারী নিজে কিংবা প্রতিনিধি সার উত্তোলন করেন। এখানে প্রতিনিধি কিংবা লাইসেন্সধারী মালিককে সনাক্ত করার দায়িত্ব সার সরবরাহকারী ফ্যাক্টরী কর্মকর্তাদেরও।’
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর দৈনিক আজাদীতে “মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে ১০ বছর ধরে সার উত্তোলন, বড় অংশ পাচার হয়েছে মিয়ানমারে” শীর্ষক মূল শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধচাঁদে আগের ধারণার চেয়ে বেশি পানি
পরবর্তী নিবন্ধনিষেধাজ্ঞামুক্ত হচ্ছেন সাকিব আজ