বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলার বাদী নুসরাত জাহান তানিয়া প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ এনে কুমিল্লায় থানায় জিডি করেছেন।
নিজের এলাকা কুমিল্লার কোতোয়ালি থানায় শনিবার (১ মে) তিনি এ সাধারণ ডায়েরি করেন বলে জানিয়েছে পুলিশ। বিডিনিউজ
প্রসঙ্গত, রাজধানী ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোশারাত জাহান মুনিয়া নামে যে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ গত ১৯ এপ্রিল উদ্ধার করা হয় তারই বোন নুসরাত।
সেদিন লাশ উদ্ধারের পর নুসরাত জাহান তানিয়া গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন।
সেই মামলা তুলে নেওয়া এবং মীমাংসা করতে মোবাইল ফোনে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন নুসরাত।
তিনি সাংবাদিকদের জানান, ঐ মামলা প্রত্যাহার করার জন্য আসামি সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে চাপ ছিল। তাতে সাড়া না দেওয়ায় গত বুধবার থেকে কয়েকটি মোবাইল নম্বর থেকে অনবরত মামলা তুলে নেওয়ার জন্য হুমকি পাচ্ছেন তিনি।
তার ও তার স্বামীকে ‘গুম-খুন’ করাসহ বিভিন্নভাবে ক্ষতিসাধনের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তানিয়া।