নেই দূরত্ব, নেই স্বাস্থ্যবিধি

লকডাউনেও কেনাকাটায় ক্রেতাদের ভিড়

প্রবীর বড়ুয়া | শনিবার , ১ মে, ২০২১ at ৭:৪৮ অপরাহ্ণ

করোনা মহামারীর মধ্যে সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে দেশে চলছে ‘কঠোর’ লকডাউন। বন্ধ রয়েছে গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশা।
গত ১৪ এপ্রিল শুরু হওয়া লকডাউনে দোকান ও বিপণি বিতান বন্ধের সিদ্ধান্তও ছিল। ২৮ এপ্রিল পর্যন্ত এই বিধিনিষেধ থাকলেও গত ২৫ এপ্রিল রবিবার বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার।
বিধিনিষেধ শিথিলের একদিনের মাথায় দোকান খোলা রাখার সময় বাড়ানো হয় রাত ৯টা পর্যন্ত যা কার্যকর হয় ২৬ এপ্রিল সোমবার।
গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকার পরও মার্কেট ও শপিং মল খোলা থাকায় সেগুলোতে কেনাকাটার জন্য ভিড় করছেন ক্রেতারা। মাস্কও পরছেন না অনেকে। তার ওপর জীবাণুনাশক টানেল কিংবা হাত জীবাণুমুক্ত করার সুযোগও প্রায় মার্কেট ও বাজারে নেই বললেই চলে।
স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব না মেনে কেনাকাটা করার এ ছবিটি আজ ১ মে শনিবার সন্ধ্যায় নগরীর রেয়াজউদ্দিন বাজার থেকে তুলেছেন প্রবীর বড়ুয়া

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ইয়াবা ও অস্ত্রসহ দুই মাদক পাচারকারী আটক
পরবর্তী নিবন্ধমামলা তুলে নিতে মুনিয়ার বোনকে ‘গুম-খুনের হুমকি’