নগরীর বহদ্দারহাটে সিডিএ’র নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে ১৩ জন নিহতের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ১০ জুলাই চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হবে। গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অনুপম চক্রবর্তী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলায় আটজনের বিরুদ্ধে চার্জশিট দিলে আদালত চার্জগঠন করে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু করেন। সবমিলে ২২ জন সাক্ষ্য দিয়েছেন। এরপর যুক্তিতর্ক শুনানি চলে বেশ কয়েকটি ধার্য দিনে। এরই ধারাবাহিকতায় বিচারক রায় ঘোষণার দিন ধার্য করেছেন। আট আসামি জামিনে আছেন বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী।
আদালতসূত্র জানায়, ২০১২ সালের ২৪ নভেম্বর বহদ্দারহাটে ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসের ঘটনাটি ঘটে। এতে চাপা পড়ে ১৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় চান্দগাঁও থানার এসআই আবুল কালাম আজাদী বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এর মধ্যে প্রকল্প পরিচালক সিডিএ’র নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী তানজিব হোসেন ও উপ–সহকারী প্রকৌশলী সালাহ উদ্দিন আহমেদ চৌধুরীকে আসামি করা হয়। পাশাপাশি ঠিকাদার প্রতিষ্ঠান মীর আখতার অ্যান্ড পারিসা ট্রেড সিস্টেমের ১০ জন এবং বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠানের ১২ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে পরের বছরের ২৪ অক্টোবর এজাহারে নাম না থাকা একজনসহ মোট আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এস এম শহীদুল ইসলাম। চার্জশিটভুক্ত আট আসামি হলেন, মীর আখতার অ্যান্ড পারিসা ট্রেড সিস্টেমের প্রকল্প ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, মনজুরুল ইসলাম, প্রকৌশলী আবদুল জলিল, আমিনুর রহমান, আবদুল হাই, মোশাররফ হোসেন, মান নিয়ন্ত্রণ প্রকৌশলী শাহজাহান আলী ও রফিকুল ইসলাম। চার্জশিটে বাদ পড়ে এজাহারভুক্ত সিডিএ’র তিন কর্মকর্তা, ঠিকাদার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজন এবং পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মতিনসহ ১২ জন। আদালতসূত্র জানায়, পুলিশের দেওয়া চার্জশিট আমলে নিয়ে ২০১৪ সালের ১৮ জুন আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন তৎকালীন মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান।