মানুষ হই আগে

বিবেকানন্দ বিশ্বাস | রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ৫:৩৭ পূর্বাহ্ণ

আমার ধর্মই সেরা ধর্ম
জোর দিয়েই তো বলি,
ধর্মের সব নির্দেশনা
আসলে কি মেনে চলি?
ধর্মতো বলে মিথ্যা ছাড়ো,
সদা সত্য বলো;
অসৎ পথে মাড়িয়ো না পা,
সৎ পথেই চলো।
ধর্মতো বলে সুনীতিতে থাকো,
করো না দুর্নীতি;
করো না অযথা কোনো হানাহানি,
ছড়িয়ো না ভয়ভীতি।
ধর্মতো বলে সব মানুষের
এক জনই স্রষ্টা,
তিনি সবার অন্তর্যামী,
সবার অন্তর্দ্রষ্টা।
ধর্মতো বলে, ধর্মের নামে
করো না মানুষ হত্যা;
বিপদ-আপদে প্রতিবেশীজনে
দাও আগে নিরাপত্তা।
ধর্মতো বলে,বিধাতা আছেন
সব মানুষের মাঝে;
আমরা কি মানি ধর্মের বাণী
আমাদের সব কাজে?
ধর্মচর্চা করতে কিন্তু
মনুষ্যত্ব লাগে,
ধার্মিক আমরা ঠিকই হবো,
মানুষ হই আগে।

পূর্ববর্তী নিবন্ধহ্যালোইন উৎসব : মোমের আলোয় জ্বলে উঠবে আমেরিকা!
পরবর্তী নিবন্ধকতোটা রং মেলালে একটি স্বপ্নের ছবি আঁকা যায়?