মানুষ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে

মহানগর বিএনপির সভায় এরশাদ উল্লাহ

| বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সভা গত মঙ্গলবার বিকেল ৪টায় জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সভাপতির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, বাংলাদেশের সাধারণ জনগণ আজ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে। দীর্ঘ সময় ধরে তারা তাদের মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত থেকেছে, নির্বাচনী মাঠে অংশগ্রহণের সুযোগ পায়নি। ফলে জনমনে গভীর ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে দেশের মানুষের একমাত্র আকাঙ্ক্ষা হলোএকটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং তাদের আস্থাকে ফিরিয়ে আনতে হলে নির্বাচনকে সর্বাগ্রে মুক্ত, স্বচ্ছ ও সুষ্ঠু করতে হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ বজায় রাখতে সব রাজনৈতিক দলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, নগরীর প্রায় ২৮০টি পূজামণ্ডপে ভক্তদর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে পারেন সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত দায়িত্ব পালন করবে। পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা অব্যাহত রাখবেন। এতে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার সঞ্চার ঘটবে। এছাড়া তিনি জানান, বর্ষা মৌসুম শেষে নগরীর গুরুত্বপূর্ণ প্রায় ৪০টি সড়কে উন্নয়ন ও সংস্কারের কাজ হাতে নেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এর ফলে নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন হবে এবং নগর ব্যবস্থাপনায় গতি আসবে। আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, এডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা ও নেতৃত্ব গুণে স্কলারশিপধারীদের সমৃদ্ধ হতে হবে : আইআইইউসি ভিসি
পরবর্তী নিবন্ধআনোয়ারায় দুই দিনে নারী ও শিশুসহ ৩৯ রোহিঙ্গা আটক