মানুষে মানুষে বৈষম্য দূর হোক

খালেদা লিপি | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

প্রতিটি মানুষকে এক একটি ফুল মনে হয়। মানুষের এই ফুলেল সৌন্দর্য আমি অন্তর দৃষ্টি দিয়ে দেখি এবং প্রাণ ভরে সুবাস নিই। সবচেয়ে পছন্দের মানুষ ফুল হলো গোলাপ। সারাবছর ফোটে। লাল টকটকে গোলাপ। এই ফুলের মানুষ সারাবছর আমাদের আশেপাশে থাকে।তারপর আছে রজনীগন্ধা , জুঁই, চামেলি, চম্পা, বেলি, টগর। সুগন্ধি যতো ফুল আছে সব ফুলেরই মানুষ আছে। ঘাসফুল মানুষ, হাসনা হেনা আরো কতো ফুল। ফুল ভেবে মানুষকে ভালোবাসতে আমার খুব ভালো লাগে। এ যেনো স্বর্গীয় এক ভালোলাগা। মন চায়, এই ফুলের মতো মানুষগুলোকে কখনও দুঃখ, কষ্ট ছুঁতে না পারুক সেরকম কিছু করি। সবাই তার জীবনে সুখি থাকুক। কারো মৌলিক চাহিদাগুলোর অভাব না থাকুক।সবার বাচ্চা একই রকম বিদ্যা শিক্ষা অর্জন করুক। একমাত্র শিক্ষার বৈষম্য দূর হলে মানুষগুলোর মানসিকতা একই হতে পারে। শিক্ষার স্তর যে সমাজে সেই সমাজ একই রকম মানুষ ফুল তৈরি করতে পারে না। মানুষে মানুষে বৈষম্য দূর হোক এবং আলাদা আলাদা ফুল হিসেবে না হয়ে একই ফুল গোলাপ মানুষ হয়ে উঠুক। প্রতিটা মানুষকে যদি গোলাপ রূপে দেখতে পেতাম তাহলে মানব জীবন সার্থক মনে হতো। কিছু ধুতরা ফুল গোলাপ মানুষের সৌন্দর্য নষ্ট করে ঠিক তবে গোলাপ মানুষের শক্তিশালী সৌরভে ধুতরা ফুলের শিকড় নির্মূল হয়। লেখক : কবি

পূর্ববর্তী নিবন্ধনিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিৎ
পরবর্তী নিবন্ধখেলার মাঠ মেলার জন্য নয়