মানুষের মনের স্বপ্ন

মিতা দাশ | শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

মানুষ যে কখন কী করে, কেন করে, তা কি কেউ জানে? জীবনের কোন্‌ ঘটনা, কেমন করে, কখন যে মানুষের মনের গোপন তারে কীভাবে নাড়া দিয়ে যায়, তা সবসময় মানুষ নিজেরাই কি জানতে পারে?
মানুষের বুকের মধ্যে একটা পোড়া বাড়ি থাকে, যখন মনের মধ্যে ঝড়ো হাওয়া ওঠে, তখনই পোড়া গন্ধ টা পাওয়া যায়। জীবনের কোনো সম্পর্ক ই চিরদিনের নয়। আসলে সব সম্পর্ক বাঁচিয়ে রাখতে হলে, ফুল গাছের মত রোজ তাতে জল ঢালতে হয়, যত্ন করতে হয়। সম্পর্কগুলো সব জটিল হয়ে পড়ে অবহেলায়, অযত্নে। নিজেকে নিয়ে ভাবাই এখন মানুষের কাজ। অথচ, কিছুদিন আগেও মানুষ সবার কথা ভাবতো। বড়দের কথা শুনতো, একসাথে মিলেমিশে থাকতো, আর এটা জীবনের জন্য খুব জরুরি। কিন্তু এখন বড়দের কোনো পাত্তাই নেই। ভালোবাসা কি সস্তা? একে অনেক বেশি যত্ম ও মূল্যায়ন করতে জানতে হবে। তবেই ভালোবাসা পাওয়া যাবে। কিছু মানুষ আছে যারা নিজের প্রিয় জিনিসও অন্যকে দিয়ে শান্তি পায়। আবার কিছু মানুষ থাকে যারা কারো উপকার করতে, সাহায্য করতে ভয় পায়। নিজের জায়গা যদি হারিয়ে বসে? উঁচুতে অবস্থান করে লাভ কী মন মানসিকতা যদি উঁচুতে না ওঠে? বয়স যতই হোক তবু মনের ঘরের বয়স সহজে বাড়ে না। এই মনের ঘরের এক কোণায় লুকিয়ে থাকে, না পাওয়া আশাগুলো। প্রতিটি মানুষ হয় সংসার নামক জায়গায় অভিনয় করে নয়তো বা কিছুক্ষণের তরে সুখের জন্য চেষ্টা করে। অথবা কোনো রকমে সময় পার করতে পারলে বাঁচে। আবার কেউ তাল মিলিয়ে জীবনের চাকা চালিয়ে নিয়ে যায়। তবে আগে আর পরে, সংসারী লোকেরা আঁশ ফাঁস করে নতুন কোনো ভালো লাগা অনুভব করার জন্য। মনের জগত সত্যি ই একটা স্বচ্ছ আয়না, এখানে নিজে একা দাঁড়িয়ে সঠিক বিচার করা যায় না, অন্যদের মন্তব্য থাকতে হয়। মন অদ্ভুত! কোন জায়গায় কি করতে হয়, কেও বুঝতে পারে না। সারাজীবন নিত্য নতুন সুখের সন্ধানে ছুটে বেড়ায়। সেই কৈশোর থেকে বৃদ্ধ পর্যন্ত। আমৃত্যু চাওয়া থাকে একটু ভালোবাসার। মন খুঁজে ফিরে গোপনে লালিত স্বপ্নের মানুষকে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় নিধন বন্ধ হোক
পরবর্তী নিবন্ধআমাদের কাজগুলোই একমাত্র কালের সাক্ষী