মানবিক সেবাদানে ভূমিকা রাখছে লায়ন্স সার্ভিস কমপ্লেক্স

৪০ বছর পূর্তি অনুষ্ঠানে লায়ন ডা. গোপাল ভট্টাচার্য

| শনিবার , ২৯ জানুয়ারি, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

বিগত ৪০ বছর ধরে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের স্থায়ী প্রকল্প লায়ন্স সার্ভিস কমপ্লেক্স অসহায় মানুষের সেবাদানে ভূমিকা রেখে চলেছে। যাদের শ্রম, ত্যাগ ও দানে এ কমপ্লেক্সএর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে তাঁদের সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করেন লায়ন্স সার্ভিস কমপ্লেক্সএর চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট ও সার্ভিস কমপ্লেক্সএর ট্রেজারার লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্বে ও ক্লাবের জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরীর পরিচালনায় লায়ন্স সার্ভিস কমপ্লেক্সএর ৪০ বছর পূর্তি অনুষ্ঠান চট্টগ্রাম কলেজ রোডস্থ কমপ্লেক্সএ সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট, লায়ন্স জেলা ৩১৫বি৪ এর রিজিওন চেয়ারপার্সন ও লায়ন্স সার্ভিস কমপ্লেক্সএর চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন সাধন কুমার ধর এবং সার্ভিস কমপ্লেক্সএর প্রাক্তন ট্রেজারার ও ক্লাবের ডিরেক্টর লায়ন মহাদেব ঘোষ। বক্তব্য রাখেন ক্লাবের সেক্রেটারি লায়ন বাবুল কান্তি লালা, ক্লাব ডিরেক্টর লায়ন লিটন কান্তি দত্ত, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও শাহারিয়ার কবির, লিও ক্লাব ডিরেক্টর লিও আবদুল্লাহ আলী আল হাসান। বিশেষ অতিথির বক্তব্যে লায়ন সাধন কুমার ধর বলেন, নানান প্রতিকূলতার মধ্যেও বিগত চার দশক ধরে মানবতায় মানবসেবায় কাজ করার ক্ষেত্রে লায়ন্স ক্লাব অব চিটাগং সার্ভিস কমপ্লেক্স বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা লায়নদের গর্ব ও অহংকারের জায়গা। আমাদেরকে সেই ঐতিহ্যগত গর্বের ধনকে আগলে রাখতে হবে। বিগত ২৫ বছরেরও অধিক সময় সার্ভিস কমপ্লেক্সএর সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে থাকা লায়ন মহাদেব ঘোষ কমপ্লেক্সএর ঐতিহাসিক দিকগুলো উপস্থিত লায়ন ও লিওদের সামনে তুলে ধরেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগংয়ের ভাইস প্রেসিডেন্ট লিও শেখ মুনতাসির, লিও মাহমুদুন্নবী রানা, লিও মিনহাজুর রহমান শিহাব, লিও রাকিবুল আলম রনি, লিও সাখাওয়াত, লিও এমরান, লিও রুবি, স্বাস্থ্যকর্মী হাসিনা, সারওয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাধি মন্দিরে সূর্যোদয়
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া মরিয়মনগর ওয়ার্ড আ. লীগের সম্মেলন