জন এমারসন বলেছেন, ‘প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব’। তবে সহপাঠী বা সমবয়সী হলেই বন্ধু হবে এমন কথা অযৌক্তিক। মানুষের বিপদে মানুষই এগিয়ে আসে। তাই চলার পথের সকল উপকারী মানুষই আমাদের বন্ধু। মানুষে মানুষে ভেদাভেদ না করে শ্রেণি বৈষম্য, সমতা, সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা ইত্যাদির বন্ধনে সবাইকে একত্র হওয়ার শ্লোগানে যখন মেতে উঠি তখন হরেকরকম বন্ধুর দেখা মেলে। জনৈক ভদ্রলোক একদিন কথায় কথায় বলেছিলেন, আরে ভাই বন্ধুর সংজ্ঞা এখন বদলে গেছে। গাড়িওলার বন্ধু হলো গাড়িওয়ালা, বাড়িওয়ালার বন্ধু বাড়িওয়ালা, টাকাওয়ালার বন্ধু টাকাওয়ালা। আর আমাদের মত ক্লাসের বন্ধুরা সুবিধাভোগী। সুযোগ বুঝেই দলছুট দেয়। এটাই বাস্তবতা। বুঝলাম ওনার ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেজন্য–ই বন্ধুকে চাই’। বিপদের দিনে যখন বন্ধু নামক শব্দটা কোথাও খুঁজে পাই না, তখন আমরা হতাশ ও মর্মাহত হয়ে পড়ি। এরিস্টটল বলেছেন, ‘দুর্ভাগ্যবান তারাই, যাদের প্রকৃত বন্ধু নেই’। তাইতো মানবিক বন্ধুই প্রকৃত বন্ধু। প্রবল ঝড় বৃষ্টি। গন্তব্যে পৌঁছানোর জন্য কোনো যানবাহন নেই। হঠাৎ একখানা টেক্সি পাওয়া গেল। ড্রাইভার হাসিমুখে বললেন, আরে ওঠেন। ন্যায্য দাম দিবেন। এমন মানবিক বন্ধু ভাবা যায়? বাইরে প্রচণ্ড তাপদাহে পীচ গলে যাবার অবস্থা। কিন্ত ক্লান্ত রিক্সা ওয়ালা সিট থেকে নেমে যখন বললেন, উঠে বসেন, পরে ভাড়া। ভাবি, একেই কি বলে মানবিকতা! অনেক রাত হয়ে গেছে। বিয়ে বাড়ি হোক বা অন্য কাজে আটকে গেছেন। আপনার যদি নিজের গাড়ি না থাকে তবে নির্ভরতা সেই টেক্সি। আপনার টেনশান দূর করে ড্রাইভার যখন বলেন, রাত হয়ে গেছে। আসেন, যা ভাড়া তাই দিবেন। মানবতা দেখছি জিতেই চলছে।
নগর জুড়ে গ্যাস–সংকট। বাচ্চাদের খাওয়া দাওয়া সহ গৃহস্থালি সকল কাজে অন্তত একটা সিলিণ্ডার চাই। কিন্তু এই বিপদে সিণ্ডিকেট ব্যবসায়ী মুনাফার কথা না ভেবে সহজ লভ্যে আপনাকে সিলিন্ডার দিয়ে দিলেন। অবাক কাণ্ড! শরীরে তীব্র ব্যথা অনুভব করছেন। ডাক্তার দেখাতেই হবে। এদিকে মাসের শেষ। নিম্ন মধ্যবিত্তদের যে অবস্থা আর কী! অবাক করে দিয়ে ডাক্তারবাবু কোনো নির্দিষ্ট ল্যাব বা টেস্ট ছাড়াই ফিজিশিয়ান স্যাম্পল থেকে আপনাকে ঔষধ দিয়ে দিলেন। এই তো মানবিক ডাক্তার!
সত্যিকারের সমাজ ব্যবস্থা যদি এমনই হয়ে উঠে তাহলে অদূর ভবিষ্যতে আমরা একটা সুন্দর ও মানসিকভাবে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন সার্থক করতে পারব। আমরা চলমান জীবনের সাথে সম্পৃক্ত এসব উদার মানবিকবোধ সম্পন্ন ব্যক্তিদের স্মরণে রাখব। ইউরিপিদিস বলেছেন, ‘একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান’। আমরা সুখে দুখে বিত্তবান বন্ধুদের না পেলেও সমব্যথী বন্ধুদের পেয়ে থাকি। প্রকৃত বন্ধু কখনোই দুর্বল জায়গায় আঘাত করার মত সুযোগ খোঁজে না। বাড়িয়ে দেয়া হাত ফিরিয়ে নিতে পারে না, নিজেকে জাহির করে না বরং সব ধরনের বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করে। আমরা সেইসব বন্ধুদের জন্য আজীবন শুভ কামনা প্রত্যাশা করব। মার্টিন লুথার কিং এর বাণী দিয়েই শেষ করি, ‘সবকিছুর শেষে আমরা শত্রুদের বাক্য মনে রাখবো না, কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো’