আমরা এ ধরণীতে খুব বেশি দিনের জন্য তো আসিনি। কিন্তু মানুষ খুব কম সময়ই তা ভাবে। অথবা কিছু মানুষ ভাবার সময়টুকুনও পায় না! জীবনের ব্যস্ত সময়ে হাসি আনন্দ আর অর্থ সম্পদ প্রাপ্তিতেই তার কেটে যায় বুঝি অনেকটা দিন, ক্ষণ, মাস আর বছরগুলো। এমনি করেই আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাই। এরই মধ্যে যদি’বা হঠাৎ সন্বিত ফিরে আসে তখন চমকে পিছনে ফিরে তাকাই! তখন মনে হয় আহারে! জীবনের তিন ভাগের প্রায় দুই ভাগই শেষ হয়ে এলো বলে! মন হাহাকারে ভরে উঠে। তারপরও দেখি এ পৃথিবীর মানুষ কী ভীষণ লোভী আর স্বার্থপর! মানবতা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, বিশ্বাস, স্নেহ, মায়া মমতা, সত্যতা, নির্ভরতা, আস্থা বিশ্বাস…এসব মানবিক গুণাবলী আজ হারিয়ে যাচ্ছে।
আজকাল কেমন যেনো যান্ত্রিক জীবনের মতো যান্ত্রিক হয়ে যাচ্ছে মানুষের মনও। কখনো দেখি একই মানুষের ভিতর বিভিন্ন মনের বসবাস! এক মনে এক রকম কথা বলে আবার অন্য মনে অন্য রকম! মানুষ কিন্তু একজনই! অথচ মনের মাঝে ভিন্ন স্বত্ত্বার বাস! পৃথিবীর প্রাণীকূল যেমন বিলুপ্তির পথে তেমনি মানুষের মানবিক গুণাবলীও যেনো বিলুপ্ত প্রায়! আমার জীবনে খুব কাছে থেকে কিছু মানুষের জীবন অস্তমিত সূর্যের মতো স্তিমিত হতে দেখেছি আমি। দেখেছি তাদের ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া জীবনের সময়গুলো। নিভু নিভু জীবন প্রদীপখানি নিভে যেতে দেখেছি আমি! চোখের সামনে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া দেখেছি আমি! হয়তো যৌবনকালে এরা কতো দাম্ভিক, কতো তেজদীপ্ত ছিলো। তাঁদের দাপটে পাড়া কাঁপতো। সবাই এদের মেনে চলতো বা ভয় পেতো! আমার নিজের চোখে দেখা। অথচ আমরা সময়ের কাছে সবাই বন্দী, সবাই অসহায়! একবারও তা কেউ ভাবে না। কেউ কেউ আবার মানতেও চায় না! কী অদ্ভুত মানুষের মন! সময়ের ব্যবধানে এরা আজ কেমন জরাজীর্ণ, ব্যথিত, শংকিত, কুণ্ঠিত! যেনো মৃত্যুর প্রহর গুণছে…আজ নির্লিপ্ত তাদের চোখের ঝাপসা ঘোলা চাহনি। মাছের চোখের মতো পলকহীন স্থির! হয়তো এই চোখে একসময় রাগে বিদ্যুৎ খেলে যেতো। রক্তজবা চাহনিতে মানুষকে মানুষ বলেও গণ্য করতো না! এখন কালের চক্রে এই চোখ ধূসর বিবর্ণ, পলকহীন মাছের চোখের মতো! হায়রে মানবকূল! কী আশ্চর্য! তবুও মানুষ বোঝে না।