মানবাধিকার সনদ মেনে চলার তাগিদ জাতিসংঘের

| বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ১০:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার সনদের বিভিন্ন বিধান মেনে চলার অঙ্গীকার রক্ষার তাগিদ দিয়েছে জাতিসংঘ।

আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল বুধবার ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এক বিবৃতিতে এই তাগিদ দেন। খবর বাংলানিউজের।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আগামী বছর জাতীয় নির্বাচন হবে। তবে জাতিসংঘের সদস্য দেশ হিসেবে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার সনদের বিভিন্ন বিধান মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশকে তার ওই প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআগরতলায় বিজিবি-বিএসএফের রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু
পরবর্তী নিবন্ধদুই যুগ পর সম্মেলন আজ কাউন্সিল নগরীতে