মানবসত্তা

মিতা দাশ | শনিবার , ২৪ অক্টোবর, ২০২০ at ৮:৪৯ পূর্বাহ্ণ

মানুষের দুইটি সত্তা। এক জীবসত্তা, দুই হলো মানবসত্তা। বর্তমানে মানুষ অর্থচিন্তার নিগড়ে বন্দী সবাই। ধনী, দরিদ্র সকলেরই অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে : চাই, চাই, আরো চাই। আর এই এত চাওয়ার ভেতরে মানবসত্তা চাপা পড়ে গিয়ে তার অস্তিত্ব এখন বিলুপ্তির পথে।লোভের ফলে যে, মানুষের আত্মার মৃত্যু ঘটে সেটা লোভীরা বুঝতে পারে না। ছোট ছোট জিনিসের মোহে, বড় বড় জিনিস হারাতেও যে দুঃখ বোধ করে না, সে আর যা-ই হোক, শিক্ষিত মানুষ তো নয়ই বটে। এক আত্মীয়ের দোকানে কোন কিছু কেনার পর সব দাম চুকিয়ে দিয়ে দু’য়েক শত টাকার জন্য যখন দোকানদার বেশ উত্তেজিত হয়ে কথা বলে,তখন সত্যি ই অবাক লাগে! টাকার জন্য পরিচিত, আপন মানুষগুলোও কেমন যেন অপরিচিত হয়ে ওঠে। কিন্তু সেই দোকানদার যখন নিজে কিছু কিনতে যান তখন হাজার টাকা মাফ করতে বলেন একিই ভাবে। বর্তমানে লোভ-লালসা মানুষ কে এতটাই মোহচ্ছন্ন করে রেখেছে যে, তারা আন্তরিকতা, দয়ামায়া, আত্মীয়, পরিচিত কাছের লোক সব ভুলে গিয়ে শুধু অর্থচিন্তা অর্থাৎ জীবসত্তার চাহিদা পূরণ করতেই ব্যস্ত। যদি পায়ে কাঁটা ফুটে, আর পথ চলতে গিয়ে যদি হাঁটার সময় বারবার পায়ের দিকে নজর যায়, তাহলে পথে হাঁটার যে আনন্দ তা তো উপভোগই করা যায় না। আমরা কখনো অন্ধকার চাইনা, আলো চাই। তাই আমাদের কাজ, চিন্তা সবই হতে হবে স্বচ্ছ। জীবসত্তার মাঝেই বাঁচিয়ে রাখতে হবে মানবসত্তাকে, নীতিগত ভাবে। নইলে বেশিরভাগ লোকই– যে তিমিরে রয়েছে সে তিমিরেই হারিয়ে যাবে। আলোর দেখা আর মিলবে না।

পূর্ববর্তী নিবন্ধমান্না দে : সংগীতে প্রবাদপ্রতীম কিংবদন্তি
পরবর্তী নিবন্ধদর্শন