মানবতার চরম দৃষ্টান্ত

বিশ্বজিত বড়ুয়া | শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

এখনো মানবতা নিচ্ছিহ্ন হয়ে যায়নি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে সাধারণত জনগণ এমন কী এক শারীরিক প্রতিবন্ধী, হিজড়াসহ বিভিন্ন সেচ্ছাসেবী প্রতিষ্ঠান নেগেটিভ রক্ত দিতে বা সেবা দিতে ছুটে গিয়েছে বিভিন্ন হাসপাতালে।

ডাক্তার নার্সরা কর্তব্যের উর্ধ্বে উঠে সেবা প্রদান করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের এবং অগ্নিকাণ্ডে আহতদের সেবা প্রদানের জন্য। সেবা প্রদানের জন্য ছুটে গিয়েছে ঘটনা স্থলে।

ঠিক এই কারণেই আমাদের পিতা মাতা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন এবং দেশ স্বাধীন করেছেন তার সার্থকতা সীতাকুণ্ডে ট্রাজেডি ঘটে যাওয়ার পর মানুষের মানবিকতা দেখে মনে আশার সঞ্চার হয়েছে। দেশের মানুষ প্রমাণ করে দিয়েছেন জাতির ক্লান্তি লগ্নে বাংলাদেশের মানুষ ঠিকই জেগে ওঠে। বাংলাদেশের মানুষের দেখিয়ে দিয়েছে মানবতার চরম দৃষ্টান্ত। মানবতার জয় হোক।

পূর্ববর্তী নিবন্ধখোয়াব ভাঙা আষাঢ়
পরবর্তী নিবন্ধসাবধানতাই পারে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে