খোয়াব ভাঙা আষাঢ়

এনাম আনন্দ | শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

বর্ষার ঢলের লগে ভাঙে কৃষকের খোয়াব
বানের পানিতে তলায় ফসলের ক্ষেত,
সকল আশা ভরসা মিল্লা মালসার ফেন!

বসতভিটা বন্ধক রাইখা লই- ঋণ
সুযোগ খোঁজে মহাজন হাসেম মিয়া।
তোমরা উঁচুতালায় থাইকা মোড়াও পেস্ট দিয়া দাঁত।

ছনের ঢেরায় বসে দেখি তোমাগোর রং আর গোমড়া আকাশ
ঋণের তলে পইড়া, বুড়ার লগে দেই
কিশোরী লায়লার বিয়া!
আষাঢ় মাইয়া ভাসা জলের মতন আমাগোর খোয়াব!

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা আয়ু চৌধুরী সড়ক মেরামত করা হোক
পরবর্তী নিবন্ধমানবতার চরম দৃষ্টান্ত