মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অবসরভোগী শতভাগ পেনশন সমর্পণকারীদের অবসরের ১৫ বছর পর পেনশন পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণভরে দোয়া করছি। তবে ৫৭ বছর বয়সে যারা অবসরে গিয়েছেন ১৫ বছর পর তাদের বয়স হবে ৭২ বছর। ঐ বয়সে অধিকাংশই বার্ধক্য জনিত নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। যারা বেঁচে আছেন, তারাও নানাবিধ রোগ শোকে ও আর্থিক অনটনের মধ্যে মানসিক যন্ত্রণা নিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যান। ছেলে মেয়েরাও নানা কারণে বয়স্ক মাতা-পিতার ভরণ পোষণের ব্যয়ভার নিতে চায় না। আবার কারো কাছে হাত পেতে ভিক্ষাও চাইতে পারে না। এ অবস্থায় পুনঃ পেনশন প্রবর্তণের নির্দেশ ১৫ বছরের পরিবর্তে ১০ বছর করলে আমরা হয়ত মৃত্যুর আগে কিছুদিন পেনশনের সুবিধা ভোগ করতে পারব। যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন তাদের মানবিক কারণে ১৫ বছরের পরিবর্তে ১০ বছর পর পেনশন পুনঃ প্রবর্তণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।
মুহাম্মদ দেলাওয়ার হোসেন,
বাড়ী নং- ২৩, রোড নং-৩, কর্ণেলহাট সিডিএ আ/এ, উত্তর কাট্টলী, চট্টগ্রাম।