পিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২১ এর মাধ্যমিক গ্রুপে জাতীয় স্তরের প্রতিযোগিতায় মুহম্মদ নোসাইর বিন রহমান প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা শেষে গত ২২ মে ৬৫ জন প্রতিযোগী নিয়ে জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সে ব্যাংক কর্মকর্তা মো. আতিকুর রহমান ও শিক্ষিকা নুসরাত খানের সন্তান এবং সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের ক্যাম্ব্রিজ শাখার নবম শ্রেণির শিক্ষার্থী। প্রেস বিজ্ঞপ্তি।












