মাধুরীর চোখে তার নায়করা কে কেমন

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

বিনোদ খান্নার নায়িকা হয়েছিলেন মাধুরী দীক্ষিত, পরে তার ছেলে অক্ষয় খান্নার নায়িকাও হন। দীর্ঘ ক্যারিয়ারে অনেকের নায়িকা হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। তার সেই নায়কদের কাকে কোন চোখে দেখতেন, ৫৪ বছর বয়সে এসে তা নিয়ে মুখ খুললেন তিনি। খবর বিডিনিউজের। ভারতের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সিনেমার নায়কদের নিয়ে কথা বলেন দুই দশক বলিউডে দাপটের সঙ্গে থাকা মাধুরী। ‘দেবদাস’ শাহরুখ খানকে সাহসী হিসেবে দেখার কথা জানিয়েছেন মাধুরী। সেই সঙ্গে বলেছেন, শুটিং স্পটে শাহরুখ খুব যত্নশীল থাকতেন। তার কোনো অসুবিধা হচ্ছে কি না, কিছু লাগবে কি না, জানতে চাইতেন। অক্ষয় কুমারের সঙ্গে খুব বেশি সিনেমা না করলেও তার সম্পর্কে বলেছেন, অক্ষয় খুব বাস্তববাদী। নিজেকে প্রমাণ করতে ব্যস্ত থাকে। আবার সেই অক্ষয় শুটিং ফ্লোরে অক্ষয় খুব মজার মজার চুটকি বলত জানিয়ে বলেছেন, ও পুরো জোকার। সাইফ আলী খানকেও আমুদে ব্যক্তি বলেছেন মাধুরী। সালমান খানকে নিয়ে বলেছেন, সালমন থাকে খুব চুপচাপ, কিন্তু ভীষণ দুষ্টু!

পূর্ববর্তী নিবন্ধ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোরের প্রচার শুরু
পরবর্তী নিবন্ধরাজ-পরীর ‘গুণিন’ মুক্তি পেল ২০ প্রেক্ষাগৃহে