মাদ্রাসা ছুটির পর খেলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ অক্টোবর, ২০২৪ at ১১:২৭ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার বড়উঠানের পশ্চিম ডাকপাড়া এলাকার জমিয়াতুল মামুর জামে মসজিদের পুকুরে ডুবে দুর্ঘটনা ঘটে। নিহত মিজবাহ উদ্দীন () ওই এলাকার আশার বাপের বাড়ির শামসুল আলম মিস্ত্রির ছেলে। সে ডাকপাড়া এলাকার আল মোস্তফা (সা.) ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার নার্সারির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশু মিজবাহ খেলতে গিয়ে পরিবারের সবার অজ্ঞাতে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেলে এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে আনোয়ারা হলি হেলথ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে অন্যান্য দিনের মতো সকালে মাদ্রাসায় যায়। দুপুর ১২টায় তাকে ছুটি দেওয়া হয়। মাদ্রাসা থেকে ছুটির পর খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে পূজামণ্ডপের নিরাপত্তায় ৪ শতাধিক আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন
পরবর্তী নিবন্ধ‘স্থূলকায় নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি’