মাদ্রাসা ছাত্র নিখোঁজ

| মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

বন্দর নিমতলা ফয়জুল উলুম কেরাতুল কোরআন নূরানি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোঃ ফাহিম সিকদার (১০) গত ৯ মার্চ থেকে নিখোঁজ রয়েছে। পোর্ট কলোনি বন্দরের বাসা হতে ৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় খেলা করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার উচ্চতা চার ফুট দুই ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ গোলাকার। সে বরিশালের ভাষায় কথা বলে। বন্দর থানায় গত ১০ মার্চ জিডি করা হয়েছে। জিডি নং ৫০৯। সন্ধানপ্রার্থী তার বাবা মোঃ মনির সিকদার। মোবাইল ০১৩২৪৪৮২৭০৯।

পূর্ববর্তী নিবন্ধ‘পর্যবেক্ষকদের কাছে ২০১৮-এর নির্বাচন অবাধ বিবেচিত হয়নি’
পরবর্তী নিবন্ধসাংবাদিক গিয়াস উদ্দিন চৌধুরী