সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা এলাকার উম্মুল কুরা দাখিল মাদ্রাসার এক সহকারী শিক্ষিকাকে ধর্ষণের ঘটনায় অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ রায় ঘোষণা করেন। পুরো বিচার প্রক্রিয়ায় আদালত ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) নিখিল কুমার নাথ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্দেহাতীতভাবে ধর্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় মাওলানা নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন না। জামিনে গিয়ে বর্তমানে পলাতক আছেন।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ভিকটিম উম্মুল কুরা মাদ্রাসায় সহকারী শিক্ষিকা হিসেবে চাকরি করে আসছিলেন। ক্লাস শেষ করে বাড়ি ফিরে যেতেন। কিন্তু ২০১৬ সালের ৩ জানুয়ারি বাড়ি ফিরতে চাইলে বাধা দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন। এজাহারে বলা হয়, বাড়ি যেতে চাইলে অফিসে কাজ আছে বলে ভিকটিম সহকারী শিক্ষিকাকে আটকে রাখেন আসামি। একপর্যায়ে দুপর ২টার দিকে মাদ্রাসার দ্বিতীয় তলায় নিজ শয়ন কক্ষে কৌশলে নিয়ে গিয়ে ভিকটিমকে ধর্ষণ করা হয়। বিষয়টি জানাজানি হলে ভিকটিমের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে তা এড়িয়ে চলেন দণ্ডপ্রাপ্ত আসামি। কোনো উপায় না পেয়ে ওই বছরের ২৬ সেপ্টেম্বর ভিকটিম নিজে বাদী হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আদালতে মামলা করেন।
আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে তদন্ত শেষ করে পরের বছরের ৮ ফেব্রুয়ারি মাওলানা নিজাম উদ্দিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ হয়।