প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় এক কিশোরীকে অপহরণের অভিযোগে পুলিশ চার যুবককে গ্রেপ্তার করে এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে। গত সোমবার রাত দেড়টার দিকে নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল বায়েজিদ এলাকার আব্দুর রবের ছেলে মো. আরিফ (১৯) ও তার তিন সহযোগী মো. ইমরান (১৯), শাহাব উদ্দীন (২০) এবং মোহাম্মদ হেলাল (২০)। বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান আজাদীকে জানান, বায়েজিদ বোস্তামী থানার সুরমা কলোনি থেকে ১৬ বছর বয়সী রৌফাবাদ রশিদিয়া দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে প্রতিবেশি মো. আরিফ প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করে এবং বিষয়টি তার পরিবারকে জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রাত ১টার দিকে আরিফ ও ইমরান বাসায় প্রবেশ করে মুখ চেপে ধরে ওই ছাত্রীকে বাইরে নিয়ে আসে। এ সময় সিএনজি টেক্সি নিয়ে হেলাল ও সাহাব উদ্দিন বাইরে অপেক্ষা করছিল। কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সের সামনে এলে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা কিশোরীকে অপহরণের কথা স্বীকার করে। পরে ঐ ৪ যুবককে গ্রেপ্তারের পাশাপাশি অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই কিশোরীর পিতা বাদি হয়ে থানায় মামলা করেছেন।