মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের আয়োজনে কেএম এজেন্সীর পৃষ্ঠপোষকতায় মাদারবাড়ী প্রিমিয়ার লিগে দিনের প্রথম খেলায় ‘খ’ গ্রুপে সামশুল আলম ফাউন্ডেশন টাইব্রেকারে ৩–২ গোলে নির্ধারিত সময়ে এ খেলা ১–১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে ৪–২ গোলে জয়লাভ করে সামশুল আলম ফাউন্ডেশন। ‘ক’ গ্রুপে দিনের দ্বিতীয় খেলায় তৈয়ব আলী ফাউন্ডেশন টাইব্রেকারে ৩–২ গোলে জমির আহমেদ ফাউন্ডেশনকে পরাজিত করে। এ খেলাটিও নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে ৩–২ গোলে জমির আহমেদ ফাউন্ডেশনকে পরাজিত করে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখে তৈয়ব আলী ফাউন্ডেশন। সামশুল আলম ফাউন্ডেশন গোলকিপার মোহাম্মদ সিফাতকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন মতি স্টিল হাউজের চেয়ারম্যান মোহাম্মদ শরীফ আহমেদ এবং তৈয়ব আলী ফাউন্ডেশনের গোলরক্ষক মো. আহাদকে পুরস্কার তুলে দিচ্ছেন সেনোয়ারা সুপার শপ স্বত্বাধিকারী মোহাম্মদ টিটু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটি আহবায়ক আমির হোসেন মানিক,সদস্য সচিব মো. মোশাররফ হোসেন লিটন, সাঈদ মুরাদ, মো. সোহেল খান,কামরুল পারভেজ জসি, মো. সোহেল খান, মো. ইসমাইল, ওয়াহিদুল আলম অভি।












