চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অংশ নেওয়া মাদারবাড়ী উদয়ন সংঘ ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে গত শনিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিঃ এর উপদেষ্টা সিকিউরিটি এন্ড লজিস্টিক কর্নেল (অবঃ) শওকত ওসমান। এছাড়া ক্লাবের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য ও চসিক কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই, ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আমিন, ক্লাবের যুগ্ম সম্পাদক মুস্তাকিম আহমদ গুড্ডু, ক্লাবের নির্বাহী সদস্য ইকবাল খান, ফুটবল কমিটি সদস্য ফকরুল ইসলাম প্রমুখ।