মোহামেডান ব্লুজের ফুটবল কমিটি গঠন

| মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের এক সভা গত ১১ সেপ্টেম্বর ক্লাবের সহ-সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবুদ্দীন শামীম, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, যুগ্ম সম্পাদক জহির আহমেদ চৌধুরী, ক্লাবের সদস্য ও উপদেষ্টা কোচ নজরুল ইসলাম লেদু, আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু সৈয়দ মাহমুদ, কোষাধ্যক্ষ আবু মোর্শেদ, সদস্য ইয়াছির আরাফাত পাপলু, মাসুদুর রহমান, সিজেকেএস কাউন্সিলর সৈয়দ জিয়া উদ্দিন সোহেল, কোচ মো. নাসির প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অংশগ্রহণকারী চট্টগ্রাম মোহামেডাম স্পোর্টিং ক্লাব ব্লুজের একটি শক্তিশালী ফুটবল কমিটি গঠন করা হয়। এতে মোহাম্মদ সাদেক হোসেন পাপ্পুকে চেয়ারম্যান, মোহাম্মদ আদনানুল ইসলাম আদনানকে সম্পাদক, খাইর মোহাম্মদকে ম্যানেজার ও মোহাম্মদ জসিমকে সহকারী ম্যানেজার করে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট ফুটবল কমিটি গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ি উদয়ন সংঘের ফুটবল দলের জার্সি উম্মোচন
পরবর্তী নিবন্ধভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের