মাদরাসায় সভা ও দোয়া মাহফিল ‘দৃষ্টিহীনরাও দেশের সম্পদ হতে পারে’

রাঙামাটিতে জমিরুদ্দিন আল ইসলামিয়া

| সোমবার , ৩০ মে, ২০২২ at ৯:১২ পূর্বাহ্ণ

 

আল মানাহিল ফাউন্ডেশন পরিচালিত জমিয়াতুশ শায়েখ জমিরুদ্দিন আল ইসলামিয়া মাদরাসার দৃষ্টি প্রতিবন্ধী হেফজখানার ছাত্রদের নিয়ে গত শনিবার রাঙামাটিস্থ মাদরাসা কমপ্লেঙে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি চিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলি আব্বাস।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন। এ সময় আল মানহিল ফাউন্ডেশনের পরিচালক শেহাব উদ্দিন সহ মাদরাসার শিক্ষকমন্ডলী এবং ছাত্ররা উপস্থিত ছিলেন।

দৃষ্টি প্রতিবন্ধী হেফজখানার ছাত্ররা কিভাবে তারা কোরান শরীফ পড়ে তা দেখান অতিথিদের। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই হেফজখানার ছাত্ররা হেফজ শেষ করে কিতাব খানায় পড়ছে। নানামুখি শিক্ষা গ্রহন করছে। যাতে তারা সমাজের বোঝা হয়ে না থাকে। সমাজের কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে এই সব দৃষ্টি প্রতিবন্ধী তরুণদের। অনুষ্ঠানে ছাত্ররা কোরান তেলাওয়াত করেন, ইসলামী সংগীত পরিবেশন করেন এবং হাদিসের বানীও পড়ে শোনান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহরণের রজতজয়ন্তী উৎসব
পরবর্তী নিবন্ধমানবিক সমাজ বিনির্মাণে জীবনঘনিষ্ঠ ছোটগল্প অন্যতম ভূমিকা রাখতে পারে