আজকাল দেখা যায়, আমাদের সমাজে মাদক সেবন মহামারি আকার ধারণ করেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এই মাদক সেবনে এগিয়ে আমাদের সমাজের মেধাবী শিক্ষিত তরুণ ও তরুণীদের একটি বৃহৎ অংশ। যাদের উচ্চ শিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার কথা ছিল। তারা এখন মাদকের তান্ডবে আত্মসমর্পণ করে নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই শিক্ষিত তরুণ তরুণীরা মাদকের টাকা গোছানোর বা মাদক সেবন করার জন্য নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। চুরি থেকে শুরু করে ছিনতাই, এমনকি খুন করা থেকেও তারা পিছপা হচ্ছে না। একসময় দেখা যাবে, এই মাদক সেবন দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে। তখন মনে হয় আর কিছু করার থাকবে না। তাই এই মাদক এবং মাদক সেবন নির্মূলে কর্তৃপক্ষকে জোরালোভাবে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। সেই সাথে জনসচেতনতা ও নৈতিক শিক্ষায় তরুণ-তরুণীদের গড়ে তুলতে আমাদের আন্তরিক হওয়ার বিকল্প নেই।
মেহেদী হাসান বিপ্লব
শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া।