মাদক মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গার সিবিচ রোড এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলায় মো. জালাল মিয়া নামের এক যুবককে ১৪ বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মো. জালাল মিয়া ঢাকা জেলার ডেমরা থানা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। গতকাল চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন।

এ সময় মো. জালাল মিয়া কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী মো. ফরিদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুরো বিচার প্রক্রিয়ায় বিচারক ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

আদালতসূত্র জানায়, ২০১৭ সালের ১৪ আগস্ট মো. জালাল মিয়াকে সীবীচ এলাকা থেকে আটক করে র‌্যাব৭। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন র‌্যাব৭ এর ডিএডি মো. এনামুল হক বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলাটি করেন। একই বছরের ৯ নভেম্বর তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরবর্তীতে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর চার্জগঠন করে মো. জালাল মিয়ার বিরুদ্ধে বিচার শুরুর করেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধগ্যাসের দাম কমানো যায়, হিসাব দেখাল বিজিএমইএ
পরবর্তী নিবন্ধবেলজিয়ামের রানির সফর রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে : তথ্যমন্ত্রী