টাইগারপাস সমাজ কল্যাণ-কুয়ারপার-আমবাগান সমাজ কল্যাণ-পূবালী মাঠ-মিন্টু কলোনি-শফি কলোনি-ওয়ার্ড অফিস-শহীদ মিনার কলোনিতে গণসংযোগ পূর্বক এক পথসভায় ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল বলেন, দখলদার , মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সাথে কোন ধরনের আপোষ করা হবে না। দুলাল আরো বলেন, নির্বাচিত হলে বিশুদ্ধ পানি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তাঘাট করা হবে। এসময় জাহাঙ্গীর আলম দুলাল ধানের শীষ-ঘুড়ি-মোবাইল ফোন মার্কায় ভোট চান।
পথসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান স্বপন। আরো উপস্থিত ছিলেন ৯, ১০, ১৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সখিনা বেগম, শাহ আলম দিলীপ, আজিজুল হক স্বপন, আমান উল্লাহ আমান, আব্দুল হামিদ পিন্টু, মো. হেলাল হোসেন, গোলাম সরোয়ার, হালিম উদ্দিন গুড্ডু, আক্তার হোসেন, আব্দুল আওয়াল টিপু, গুলজার হোসেন মিন্টু, আবু কালাম, আব্দুল করিম, সাখাওয়াত কবীর সুমন, ইউনুস মুন্না, মোহাম্মদ মিল্টন, মো. জাবেদ, মো. কামাল, মো. বাদশা আলমগীর, মো. জসিম, শরিফ উদ্দিন শিবলু, মো. পারভেজ, মো. শাহিন, হুমায়ুন কবির, লুৎফর রহমান জুয়েল, নুর আলম লিটন, মো. সুজন, নূর হোসেন, কাউসার বাবু, মো. হোসেন, মো. সুমন, মো. মজনু, মো. জহির, মো. গিয়াস উদ্দিন, মাঈনুদ্দিন খান, হোসেন খান, মোয়াজ্জেম হোসেন রানা, মো. আশিক, মামুন পাটোয়ারী নিরব, মো. আকাশ, মো. বাবুল, মো. মোতালেব, মো. সোহাগ, মো. সেলিম, মো. রফিক, মো. আনোয়ার, মো. নাজির, মো. আজগর, ছাত্রদল নেতা শামসুদ্দিন শামসু, মো. সাহেদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।