মাদক নিরাময় কেন্দ্রে জুয়ার আসর

পরিচালকসহ গ্রেপ্তার ৪

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

নগরীর একটি মাদক নিরাময় কেন্দ্রে জুয়া খেলার সময় ওই কেন্দ্রের পরিচালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনির ‘নীল মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে’ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান। অভিযানে জুয়ার বোর্ড থেকে সাড়ে নয় হাজার টাকাও জব্দ করা হয় বলে জানান ওসি।
গ্রেপ্তার চারজন হলেন- নিরাময় কেন্দ্রের পরিচালক ইমরান হোসেন মিলন (৩৭), লুৎফর রহমান (৪৯), মোহাম্মদ রাশেদ (৪৩) ও মোবারক হোসেন (৩৮)। ওসি কামরুজ্জামান বলেন, শেরশাহ কলোনির ২৭ নম্বর প্লটের চারতলা একটি ভবনের নিচতলায় গত কয়েক বছর ধরে ওই মাদক নিরাময় কেন্দ্র পরিচালিত হচ্ছিল। কেন্দ্রের পরিচালক সেখানে নিয়মিত জুয়ার আসর বসাতেন। এছাড়া মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে সেখানে আরো বিভিন্ন অনৈতিক কার্যকলাপেরও অভিযোগ রয়েছে।
কেন্দ্র পরিচালক মিলনের ধারণা ছিল, মাদক নিরাময় কেন্দ্র হওয়ায় সেখানে পুলিশ কখনও অভিযান চালাবে না। তবে বুধবার রাতে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান বায়েজিদ থানার ওসি কামরুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধলিটনের নান্দনিকতা নাসুমের ঘূর্ণি
পরবর্তী নিবন্ধবিস্ফোরক মামলায় কারাগারে যুবদল নেতা রাশেদ