মাদক কারবারি ও সন্ত্রাসীরা দেশ-জাতির শত্রু

টেকনাফে সভায় জেলা পুলিশ সুপার

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেছেন, জেলায় আমরা নতুনভাবে দায়িত্ব নেয়ার পর পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। মাদক কারবারি ও সন্ত্রাসীদের অপতৎপরতা বন্ধ না হলে আমরা শিগগিরই কঠোর অবস্থানে যাব। মাদক কারবারি ও সন্ত্রাসীরা দেশ ও জাতির শত্রু। তাদের কোনো প্রকারে ছাড় দেওয়া হবে না। কোনো পুলিশ সদস্য লোভের বশীভূত হয়ে এই অপরাধমূলক পথে পা দিলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্নোগান প্রতিষ্ঠায় মাদক ও সন্ত্রাস বিরোধী সভা গতকাল শনিবার বিকাল ৩টায় টেকনাফের বাহারছড়া শাপলাপুর হাইস্কুলে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এসব কথা বলেন। স্কুলশিক্ষক মোহাম্মদ আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার এএসপি মোহাম্মদ শাকিল আহমেদ। বক্তব্য রাখেন বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ কোম্পানি, শাপলাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক এম এ মঞ্জুর, ৮ নম্বর ওয়ার্ড সদস্য ছৈয়দ হোসাইন, সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা বেগম, ক্বারী ইউসুফ জামিল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইডিইউতে ভর্তি উৎসব
পরবর্তী নিবন্ধকরোনা ভ্যাকসিনের কোল্ড রুম পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর