করোনা ভ্যাকসিনের কোল্ড রুম পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর

সিভিল সার্জন কার্যালয়

| রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই শাখায় কোভিড-১৯ ভ্যাকসিন রাখার ওয়াক-ইন-কুলার (ডব্লিউআইসি) পরিদর্শন করছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর ও জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিকে সাথে নিয়ে তিনি কোল্ড রুম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল হায়দার, মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. ইমং প্রু, এসআইএমও ডা. এফ এম জাহিদুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া প্রমুখ। ডব্লিউআইসি পরিদর্শনকালে ডা. মো. শামসুল হক বলেন, সরকারের সাথে চুক্তি হওয়ায় করোনা ভাইরাসের ভ্যাকসিন অতি শীঘ্রই পেতে যাচ্ছি। দেশে আসার পর তা জেলা ভিত্তিক দেয়া হবে। এগুলো ওয়াক-ইন-কুলারে, আইএলআর ও ডিপ ফ্রিজে রাখার প্রস্তুতিসহ কোল্ড চেইনের অবস্থা জানাই পরিদর্শনের মূল উদ্দেশ্য। দেশের ২৯ জেলায় ওয়াক-ইন-কুলার আছে, আরো ১৮ জেলায় এটি দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদক কারবারি ও সন্ত্রাসীরা দেশ-জাতির শত্রু
পরবর্তী নিবন্ধবান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ