মাদক একটি ভয়ানক মরণব্যাধি এবং এর ভয়াবহতা সম্পর্কে সকলেই অবগত। তারপরেও সমাজের এক শ্রেণির মানুষ মাদক সেবন, মাদক পাচার, মাদক বাজারজাতকরণ ও তৎসংশ্লিষ্ট কাজে জড়িত। মাদকের ভয়াবহ পরিণতির ফলে সামাজিক অনাচার, নৈরাজ্য, বিশৃঙ্খলা, পারিবারিক অশান্তি ও ভয়াবহ অপরাধের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ক্রম-বর্ধমান হারে মাদকের সাথে জড়িয়ে পড়ছে। বাংলাদেশে মাদকের সংস্কৃতি বেশ পুরনো। মরণঘাতক মাদক শেষ করে দিয়েছে অনেক সম্ভাবনাময় তরুণের আকাঙ্খিত ভবিষ্যৎ যাত্রাকে। ফেনসিডিলের পরে বাংলাদেশে মাদকের নতুন সংযোজন হচ্ছে ইয়াবা। গত ১৯ নভেম্বর উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন চত্বরে ১০নং বিট পুলিশিং কার্যলয়ের সহযোগিতায় এবং সীতাকুণ্ড মডেল থানার আয়োজনে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথি সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা একথা বলেন।
সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহম্মেদের সভাপতিতে ও ছাত্রনেতা শাহরিয়ার রাশেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. সেকান্দর হোসাইন, শীতলপুর উচ্ছ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাষ্টার জাকির হোসেন, ব্যবসায়ী সেলিম উদ্দিন মানিক, ইউপি সদস্য মো. ইয়াকুব, তারেক উদ্দিন সিকদার প্রমুখ। ওসি ফিরোজ হোসেন মোল্লা আরো বলেন, যেকোনো ধরনের খারাপ পরিস্থিতি দেখলে অবশ্যই থানা-পুলিশকে অবগত করবেন অথবা ৯৯৯-এ কল দেবেন। পুলিশ সর্বদা জনগণের সেবায় নিয়োজিত এবং কোন ঘুষ বা অর্থিক লেনদেনে যদি কোন পুলিশ সদস্য জড়িয়ে পড়ে তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।