‘মাদকের আগ্রাসন রোধে খেলাধুলার বিকল্প নেই’

মীরসরাইয়ে মাসব্যাপী ক্রিকেটের ফাইনাল সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৭ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার মিঠাছরা মাঠে ‘সম্বল’ সামাজিক সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত মাসব্যাপী টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। টুর্নামেন্ট শেষে বিকাল ৫টায় স্থানীয় ৯নং মীরসরাই ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পুত্র আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঞা, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, ৮নং মীরসরাই ইউপি চেয়ারম্যান আবু ছুফিয়ান বিপ্লব, অপকার নির্বাহী পরিচালক আলমগীর, প্রফেসর সালাউদ্দিন সোহেল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গোলাম ফারুক, নুর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আজিম উদ্দিন ও রিপন গোপ পিন্টু। খেলায় হাটহাজারী থেকে আগত আলোকন ক্রিড়া সংঘ বিবাড়িয়া থেকে আগত দূরন্ত আখাউড়াকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে।
পরে প্রধান অতিথি মাহবুবু রহমান রুহেল চ্যাম্পিয়ন দলের হাতে এক ভরি স্বর্ণের গোল্ডবার ট্রফি ও পুরস্কার তুলে দেন। এসময় প্রধান অতিথি বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরো বেশি করে সম্পৃক্ত করার আহ্‌বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসরকারের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে দেশের রূপ
পরবর্তী নিবন্ধনাসার ছবিতে আমাজনের ‘সোনার নদী’