নাসার ছবিতে আমাজনের ‘সোনার নদী’

| শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

মহাকাশ থেকে নাসার তোলা ছবিতে পেরুর আমাজন বনের গহীনে দ্যুতি ছড়ানো উজ্জ্বল ‘সোনার নদীর’ বিস্ময় জাগানো দৃশ্য বেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা বলছে, ওই সোনার নদী আসলে পাহাড়ের বুকে খোঁড়া অবৈধ সোনার খনির ছবি বলে তাদের ধারণা, যার পেছনে রয়েছে অনুমোদনহীন স্বর্ণসন্ধানীরা।
বিবিসি লিখেছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নাসার একজন নভোচারী গত ডিসেম্বরে ওই ছবিগুলো তোলেন। এমনিতে ওই খনিগুলো স্যাটেলাইটের ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু ঘটনাচক্রে রোদ প্রতিফলিত হওয়ায় ছবিতে তা ফুটে উঠেছে উজ্জ্বল সোনার নদীর রূপ নিয়ে।
বিবিসি লিখেছে, পেরুর দক্ষিণ-পূর্বের মাদ্রে দ্য দিয়স এলাকার আমাজন বনাঞ্চলে সোনার জন্য কতটা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলছে, নাসার ওই ছবিতে তা আরও স্পষ্ট হয়েছে। পেরু লাতিন আমেরিকার সবচেয়ে বড় সোনা রপ্তানিকারক দেশ। আর মাদ্রে দ্য দিয়স অঞ্চলে প্রচুর সোনার খনি রয়েছে, যেগুলো সরকারের নিয়ন্ত্রণের বাইরে।

পূর্ববর্তী নিবন্ধ‘মাদকের আগ্রাসন রোধে খেলাধুলার বিকল্প নেই’
পরবর্তী নিবন্ধট্রাম্পকে দোষী সাব্যস্ত করুন, নয়তো পুনরাবৃত্তি