মাদকাসক্ত ব্যক্তি নিজের জীবন ও পরিবারকে শেষ করে দেয়

আর্ক এ ইয়োগা সেশন উদ্বোধনকালে আজাদী চিফ রিপোর্টার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৯:১১ পূর্বাহ্ণ

মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আর্ক এ চিকিৎসাধীন যুবকদের শারীরিক ও মানসিক ফিটনেস ফিরিয়ে আনতে ইয়োগা সেশন শুরু হয়েছে। গতকাল রোববার দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেশনটি উদ্বোধন করেন। আর্কের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পারভেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইয়োগা ট্রেইনার সুজন সেনগুপ্ত, আর্ক ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর রকিবুল আজম ও সিনিয়র প্রোগ্রাম অফিসার সামসুল মাসুম বক্তব্য রাখেন। ইয়োগা সেশন উদ্বোধন করে সাংবাদিক হাসান আকবর বলেন, মাদকাসক্তির ফলে পারিবারিকভাবে ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একজন আসক্ত ব্যক্তি নিজের জীবনকেও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যান। তিনি এ ব্যাপারে একটি বাস্তব অভিজ্ঞতা উল্লেখ করে কিভাবে একটি পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে তার এক বাস্তব কাহিনী শোনান। চিকিৎসাধীন যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা শুধু একটি পরিবারেরই নয়, আপনারা সমাজের সম্পদ, দেশের সম্পদ। কিন্তু আপনারা ভুল করেছেন। এই ভুল থেকে শিক্ষা নিয়ে এখান থেকে বেরিয়ে আসা হচ্ছে আপনাদের মূল লক্ষ্য। আর্কের প্রধান নির্বাহী পারভেজ আহমেদ বলেন, মনকে ভালো রাখতে গেলে শরীরকে ভালো রাখতে হবে। শরীর এবং মন উভয়ই ভালো থাকলেই সৃষ্টিকর্তার সাহায্যে নেশা মুক্ত থাকা সম্ভব। এক্ষেত্রে ইয়োগা প্রাকৃতিক নিরাময়ের মাধ্যমে শারীরিক ও মানসিক ফিটনেস ফিরিয়ে আনতে সক্ষম।
মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আর্ক এ প্রতি শনিবার বেলা ৩টা থেকে ইয়োগা সেশন অনুষ্ঠিত হবে। যেখানে আর্কে চিকিৎসাধীন রোগী এবং মাদকাসক্তি থেকে মুক্ত সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রখ্যাত ইয়োগা বিশেষজ্ঞ সুজন সেনগুপ্ত ইয়োগা সেশন পরিচালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধবর্তমান সরকারের আমলে গ্রামীণ জনগোষ্ঠী ঘুরে দাঁড়িয়েছে
পরবর্তী নিবন্ধপদ্মা ব্যাংকের গুলশান শাখায় অটোমেটেড চালান সিস্টেম সেবা উদ্বোধন